December 25, 2024

করোনার খেলায় মুখ ভার কুমোরপাড়ার মৃৎ শিল্পীদের।

1 min read

করোনার খেলায় মুখ ভার কুমোরপাড়ার মৃৎ শিল্পীদের।

লোকনাথ সরকার, কুশমন্ডি, ২২ জানুয়ারী।সামনে বাগ দেবীর আরাধনা। চরম ব্যস্ততায় প্রতিমা নির্মানের কাজ করে চলেছেন মৃৎ শিল্পীরা। কটা টাকা রোজগারের আসায় দেহের বা মনের শান্তিকে বিসর্জন দিয়ে। দিন-রাত অক্লান্ত পরিশ্রমে, খরের কাঠামোর উপর কাঁদার প্রলেপ দিয়ে বাগ দেবীর রূপ দিয়ে চলেছে। কুশমন্ডির শীতলাপাড়ার বুবাই ও কালু। প্রতিমা তো তৈরী হচ্ছে।

কিন্তু তেমন ভাবে দেখা মেলে না সূর্যের। তাহলে প্রতিমা শুকাবে কি করে? যেমন ভাবে সূর্য দিচ্ছে না সাথ। তেমন ভাবে ভাগ্যেও দিচ্ছে না প্রতিমা শিল্পীদের সাথা। কারণ সূর্য যেমন নিভু নিভু, ঠিক তেমন ভাবে করোনা নিভিয়ে দিচ্ছে শিল্পীদের ভাগ্য টাকে। ফলে মুখ ভার মৃৎ শিল্পীদের।প্রতিমাশিল্পী বুবাই বসাক ও কালু পাল জানান, যদিও করোনা আছে। কিন্তু তাও গত দুই বছরের তুলনায় এবার তুলনামূলক ভাবে যথেষ্ট প্রতিমার বায়না হয়েছে। কিন্তু সাথ দিচ্ছে না আবহাওয়া। এবারে সব মিলিয়ে ৩০০ প্রতিমা তৈরি করেছি। যদি প্রতিমা না শুকোয়! তাহলে কি হবে?পূজার দিন এগোচ্ছে। একে স্কুল-কলেজ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাগ দেবীর পূজা কেমন হবে? সেই চিন্তা মাথায় থেকেই গেছে। বায়না তো পেয়েছি, কিন্তু বায়না হওয়া ওই কটা প্রতিমা বিক্রি করে সংসার চলবে কি করে! হতাশায় কুমোরপাড়ার সমস্ত মৃত শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *