দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দোপীটা, উষাহরন রোড হাসরোইল এলাকায় ৩ জনের শরীরের করোনা হদিশ মিলেছে।
1 min readদক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দোপীটা, উষাহরন রোড হাসরোইল এলাকায় ৩ জনের শরীরের করোনা হদিশ মিলেছে।
কুশমন্ডি থেকে লোকনাথ সরকারের রিপোর্ট। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দোপীটা, উষাহরন রোড হাসরোইল এলাকায় ৩ জনের শরীরের করোনা হদিশ মিলেছে। বুধবার সকালে কুশমন্ডি ব্লক প্রশাসন ও স্ব্যাস্থ্য দপ্তরে এবং পুলিশ প্রশাসনের উদ্যাগে করোনা রোগি দের বাড়িতে খাদ্য সামুগ্ৰী পৌঁছে দিলেন ব্লক প্রশাসন ও স্ব্যাস্থ্য দপ্তর এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও অমর জ্যাতি সরকার , কুশমন্ডি থানার এস আই বিবু ভট্টাচার্য্য কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে ইন্সপেক্টর দিব্যেন্দু সাহা সহ আরো অনেকে।
এই প্রসঙ্গে কুশমন্ডি ব্লকের বিডিও জানান দোপিটা , হাসরোইল উষাহরন এলাকায় সক্রিয় কোরোনার রোগী সঞ্জয় সরকার( ২৩), সুসিলা রয়( ৫৫) নীত্য সরকার (৩৫) করোনা রোগীর দের বাড়িতে খাদ্য সামুগ্ৰী পৌঁছে দেওয়া হল পাশাপাশি ১৪ হোম আইসোলেসন থাকার কথা বললেন কুশমন্ডি ব্লকের বিডিও । এই প্রসঙ্গে কুশমন্ডি থানার এস আই বিবু ভট্টাচার্য্য জানান করোনা রোগি দের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিলাম পাশাপাশি খাদ্য সামুগ্ৰী দেওয়াআ হলো করোনা রোগীর দের জানালেন এস আই কুশমন্ডি থানার। কুশমন্ডি থেকে লোকনাথ সরকারের রিপোর্ট।