ন্টারনেশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে পা রাখবে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির খন পালাগান
1 min readন্টারনেশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে পা রাখবে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির খন পালাগান
কুশমন্ডি থেকে লোকনাথ সরকারের রিপোর্ট রাজধানী দেখবে রাজবংশী সংস্কৃতি। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ৩৮ বছর পর, আগামী ৮ ই ফেব্রুয়ারী দিল্লীর মঞ্চে দিনাজপুরের খন, তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাট্য মঞ্চ ভারতরঙ্গ মহোৎসব ইন্টারনেশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে পা রাখবেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির খন পালাগান। যা শুধু দক্ষিণ দিনাজপুরেই নয়! গোটা উত্তরবঙ্গের গর্বের, আনন্দের বিষয়। রাজধানীর মাটিতে রাজবংশী ভাষায় খন পালাগান হবে,
যা গোটা রাজবংশী সম্প্রদায়ের এক আলোর দিক। আজ কুশমন্ডি জেলা পরিষদ মার্কেটে ঊষাভানুর ১৮ জন খন শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করলেন লোক সংস্কৃতি প্রেমীরা।
প্রদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকর্মি সুরজিৎ ঘোষ, তপন মজুমদার, বিধায়িকা রেখা রায় মহাশয়া, নাট্যকর্মী ও লোকসংস্কৃতি সংগঠক অম্বরিশ সরকার, খন গুরু তথা দিনাজপুর খন পালাগান সমিতির সভাপতি খগেন্দ্রনাথ সরকার।
বিশিষ্ট সমাজসেবি রতন সাহা, অরিন্দম সিংহ রানা সহ আরো বিশিষ্ট জনেরা। ঊষা ভানুর কর্ণধার সকলকে কৃতজ্ঞতা জানান। বিধায়িকা রেখা রায়, অম্বরিশ সরকার বলেন।