কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নার্সিং প্রশিক্ষণ বন্ধ হয়ে গেল হবু নার্সের কোভিড পজেটিভ আসায়-
1 min readকালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নার্সিং প্রশিক্ষণ বন্ধ হয়ে গেল হবু নার্সের কোভিড পজেটিভ আসায়-
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,৪ জানুয়ারি:শুরু হবার প্রাক্কালেই বন্ধ হয়ে বিভিন্ন জেলা থেকে আগত ৫০ জনের একটি নার্সিং প্রশিক্ষণ যা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হতে যাচ্ছিল।প্রশিক্ষণ নেবার পূর্বে আগত শিক্ষার্থীদের কোভিডের বিধি নিষেধ মেনে যথারীতি রাপিড এন্টিজেন টেস্টে এক শিক্ষার্থীর রিপোর্ট পজেটিভ আসে।
এর ফলে শুরুর আগেই বন্ধ্যে গেল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আবাসিক নার্সিং প্রশিক্ষণ।জানা কোভিড পজেটিভ আসা ঐ ছাত্রীকে ৭ দিনের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি বাদবাকি ৪৯ জন ছাত্রীদেরকেও হোম আইসলেশননে রাখার ব্যবস্থ্যা করা হয়েছে বলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ তাপস কুমার রায় জানান।
সুপার ডাঃ তাপস রায় জানান রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হবার পর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের ভালো স্থান হিসাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর বেছে নিয়েছে বলে জানান।দুই বছর ধরে এই নার্সিং প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান।আবাসিক এই দুই বছরের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র শুরুর দিনেই বন্ধ হয়ে যাওয়ায় একটি বড় ধাক্কা খেল বলে অনেকেই মনে করছে।