December 25, 2024

হাড়কাঁপানো শীতের মধ্যে গরম বস্ত্র পেল কালিয়াগঞ্জ এর ভব ঘুরেরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

1 min read

হাড়কাঁপানো শীতের মধ্যে গরম বস্ত্র পেল কালিয়াগঞ্জ এর ভব ঘুরেরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

তন্ময় চক্রবর্তী  ঘড়িতে বাজে তখন ঠিক বারোটা। সেই সময় এই ঠান্ডার কাতর কে উপেক্ষা করে যখন সবাই ঘুমাচ্ছেন কেউ পথের ধারে কেউবা রেল স্টেশনে সেই সময় তাদের পাশে এসে দাড়িয়ে পরলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূলের সভাপতি সুজিত সরকার এর নেতৃত্বে এক ঝাঁক তৃণমূলের নেতৃত্ব।তার কারন একটাই যে কোন ভাবেই হোক হাড় কাপানো এই ঠান্ডার মধ্যে থেকে এই সমস্ত অসহায় দরিদ্র্য মানুষের বাঁচাতে হবে  ।

আর তাই এই সমস্ত ভব ঘুরে মানুষদের জন্য তাদের তরফ থেকে দেওয়া হলো কম্বল। যা পেয়ে অত্যন্ত খুশি এই সমস্ত অসহায় মানুষরা। এতদিন এই সমস্ত ভবঘুরে মানুষরা প্রচন্ড ঠান্ডা কে উপেক্ষা করে কেউ পথের ধারে কেউবা স্টেশনের মধ্যে ঘুমিয়ে থাকতেন  রাতের বেলায় ।কিন্তু তাদের পাশে দাড়াই নি কেউ  একটি শীত নিবারনের কোন সামগ্রী নিয়ে। কিন্তু আজ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে সে সমস্ত অসহায় মানুষদের কাছে পৌঁছে গেল একটি একটি করে শীতের মধ্যে একটু গরম হওয়ার জন্য কম্বল।যা পেয়ে অত্যন্ত খুশি হয়ে এই সমস্ত মানুষরা জানান তারা আজ খুব আনন্দিত এই শীতবস্ত্র পেয়ে।এদিন এই শীতবস্ত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কমেন্ট অসীম ঘোষ ,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ আরো অনেকে ।

                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *