উত্তর দি নাজপুর জেলা আন্তঃ ব্লক দিবারাত্রি ভলিবলে চ্যাম্পিয়ন পুরুষ বিভাগে রায়গঞ্জ ও মহিলা বিভাগে ডালিমগাঁও
1 min readউত্তর দি নাজপুর জেলা আন্তঃ ব্লক দিবারাত্রি ভলিবলে চ্যাম্পিয়ন পুরুষ বিভাগে রায়গঞ্জ ও মহিলা বিভাগে ডালিমগাঁও
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩ ডিসেম্বর: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের জিনগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর দিনাজপুর ভলি ও বাস্কেট বল এসোসিয়েশনের পরিচালনায় ও দি ভারত স্কাউট ও গাইডস এর সহযোগিতায় দিবারাত্রি পুরুষ ও মহিলাদের অন্ত ব্লক পর্যায়ের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ভলিবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের মহিলা দল এবং রানার্স হয় ইটাহার উচ্চ বিদ্যালয়ের মহিলা দল।
অপর দিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় দল ও রানার্স হয় রায়গঞ্জের মালঞ্চ উচ্চ বিদ্যালয় দল।এই ভলিবল প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দল মিলে মোট ১৫ টি দল অংশ গ্রহন করে বলে জানান উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরূপ ঘোষ।জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার সাধারণ সম্পাদক অরূপ ঘোষ,তরুণ গুহ সহ বিশিষ্ট ব্যক্তিরা। গভীর রাত পর্যন্ত কনকনে ঠান্ডার মধ্যেও খেলা প্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মত।