জিনগাঁওয়ে উত্তর দিনাজপুর জেলা আন্ত ব্লক দিবারাত্রি ভলিবল খেলার উদ্বোধন-
1 min readজিনগাঁওয়ে উত্তর দিনাজপুর জেলা আন্ত ব্লক দিবারাত্রি ভলিবল খেলার উদ্বোধন–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২ ডিসেম্বর;বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের জিনগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হল উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশন ও দি ভারত স্কাউট ও গাইডস উত্তর দিনাজপুর জেলার সহযোগিতায় দিবারাত্রি আন্ত জেলা ভলিবল খেলা। খেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ ক্রীড়া পরিষদের অন্যতম সদস্য অসীম ঘোষ।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সমাজসেবী নিতাই বৈশ্য,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্যোমকেশ বর্মন,কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ,উত্তর দিনাজপুর খো-খো
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস।উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরূপ ঘোষ জানান এক দিবাসীয় দিবারাত্রি ভলিবল খেলায় সমগ্র উত্তর দিনাজপুর জেলার প্রত্যেক থানা থেকে একটি করে মহিলা ভলিদলের দলের মোট ৭ টি দল ও পুরুষদের দলের মোট ৮ টি দল নিয়ে মোট ১৫ টি ভলিবল দল অংশগ্রহণ করে।
খেলার শুরুতেই ডালিমগাও ভলিবল একাদশ এবং বাঘন কালিতলা ভলিবল একাদশের খেলার মধ্য দিয়ে ভলিবল প্রতিযোগিতা শুরু হয়। অরূপ ঘোষ বলেন গ্রাম বাংলায় ভলিবল খেলাকে ঘিরে যে ধরনের
সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা দেখা যায় যা এক কথায় অভাবনীয়।এই ধরনের খেলা ধুলার উদ্যোগ বেশি বেশি করে নিলে ছেলে মেয়েরা মোবাইল কালচার থেকে মুক্ত হতে পারবে বলে তার বিশ্বাস।ভলিবল প্রতিযোগিতা অধিক রাত পর্যন্ত চলবে বলে তিনি জানান।