December 26, 2024

কালিয়াগঞ্জে চাষিদের ধান বিক্রির সমস্যা সমাধানে অবশেষে বাধ্য হয়ে প্রসাসনের কর্মকর্তাদের বৈঠক

1 min read

কালিয়াগঞ্জে চাষিদের ধান বিক্রির সমস্যা সমাধানে অবশেষে বাধ্য হয়ে প্রসাসনের কর্মকর্তাদের বৈঠক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১ডিসেম্বর: কালিয়াগঞ্জের কিষান মন্ডিতে প্ৰকৃত ধান চাষিদের ধান বিক্রয়ের ক্ষেত্রে দালাল রাজ প্রতিহত করতে অবশেষে বাধ্য হয়ে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তরে প্রশাসনিক বৈঠক করতে হল।রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক অর্ঘ ঘোষ পরিস্কার ভাষায় জানিয়ে দেন প্ৰকৃত চাষিদের ধান বিক্রয়ের ক্ষেত্রে যে ভাবে দালালরা বাধা সৃষ্টি করছে তা কোন ভাবেই বরদাস্ত করা হবেনা।তিনি বলেন ধান বিক্রয়ের ক্ষেত্রে বাইরের কারো নজরদারির প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।কারন দালালরাজের বিরুদ্ধে যাদের নজরদারি করবার জন্য কমিটি করে দেওয়া হয়েছিল কৃষকদের কাছ থেকে সেই সব ব্যক্তিদের সম্পর্কেও অভিযোগ পাওয়া গেছে।

বৈঠকে সিধান্ত হয় চাষিদের কাছ থেকে আগামী ১৪ই মার্চ পর্যন্ত ধান যেসব কেনা হবে সেই কৃষকদের নামের তালিকা প্রকাশ জরে দেওয়া হবে। কৃষকদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত সহ ব্লক অফিসেও টাঙিয়ে দেবার সিধান্ত হয়।এর ফলে ধান বিক্রয় নিয়ে চাষিদের কোন রকম সমস্যায় পরতে হবেনা।সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা সাশক ছাড়াও কালিয়াগঞ্জের বিডিও প্রসূন ধারা, কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস,ব্লকের সহ কৃষি অধিকর্তা গোপাল ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং কিষানমন্ডির প্যাডি পারচেজ অফিসার রঞ্জিত মুন্ডা।কৃষকরা এই বৈঠকের সিধান্ত শুনে খুশি হলেও এখন দেখার বিষয় এই সিধান্ত কতটা বাস্তবে রূপ পায়?

জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বার বার প্ৰকৃত চাষিদের কাছ থেকে ধান কেনার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে সেখানে মূখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেশ কিছু স্বার্থান্বেষী ব্যক্তিগন সেখানে দালালদের নজরদারি করবার নাম করে অসদ উপায়ে কৃষকদের কাছ থেকে টাকা নেবার অভিযোগ করে প্ৰকৃত চাষিরা। কালিয়াগঞ্জ কিষান মন্ডিতে ধান কেনাকে কেন্দ্র করে বর্তমানে যে সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে নেওয়া হয়েছে কৃষকরা তাতে খুশি হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *