মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রসাশন,স্টুডেন্ট কার্ড নিয়ে শুরু হল তরঙ্গপুর বিদ্যালয়ে সেমিনার –
1 min readমুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রসাশন,স্টুডেন্ট কার্ড নিয়ে শুরু হল তরঙ্গপুর বিদ্যালয়ে সেমিনার –
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১ ডিসেম্বর: কোভিড বিধিকে মন্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত স্টুডেন্ট কার্ড নিয়ে উত্তর দি নাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঃ ইজাবুল হকের নেতৃত্বে শতাধিক দশম,একাদশ ও
দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আর্থিক ভাবে দুর্বল পরিবারের ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছেন।রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি রায়গঞ্জের কর্নজোড়া অডিটোরিয়ামের আয়োজিত প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আরও বেশি ছাত্র ছাত্রীদের সুবিধা দেবার ব্যবস্থা করবার জন্য নির্দেশ দিয়ে যান।সেই জন্য ১লা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্টস উইক চলাকালীন
২৫ হাজার ছাত্র ছাত্রীদের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করবার লক্ষমাত্রা নির্দিষ্ট করে দিয়ে গেছেন বলে জানা যায়। তরঙ্গ পুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঃ ইজাবুল হক বলেন তাদের বিদ্যালয়ে উৎসুক ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকরা এসে এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন।যা এই প্রকল্পের ভালো দিক বলা যায়।
এখন থেকে কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত বিদ্যালয়ে এই ধরনের শিবির করা হবে বলে জানান।এই প্রকল্পের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য ছাত্র ছাত্রীরা দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবে।এই ঋণের অর্থ শোধ করবার জন্য ছাত্র ছাত্রীরা ১৫ বছর সময় পাবে।এই প্রকল্পে তাদের উচ্চ শিক্ষার জন্য যেমন স্নাতক স্নাতকোত্তর পড়াশোনার জন্য পাবে তেমনি প্রতিযোগিতা মূলক পরীক্ষা
যেমন আই এ এস, আই পি এস, ডাব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্র ছাত্রীরা ঋণ পেতে পারে বলে শিক্ষক মঃ ইজাবুল হক জানান। ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেমিনারে উপস্থিত ছিলেন তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস,সহকারী প্রধান শিক্ষক সঞ্জয়কুমার রায়।সহকারী শিক্ষক মঃ ইজাবুল হক বলেন কি ভাবে এই ঋণ পাওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত ভাবে যেমন ছাত্র ছাত্রীদের জানানো হয়েছে ঠিক তেমনি ভাবে তাদের অভিভাবকদেরও সচেতন করা হয়।
Cialis puГІ essere preso in modo situazionale o quotidiano per la disfunzione erettile negli uomini cialis generic tadalafil There are two types of online pharmacies selling Cialis
dapoxetine priligy uk Yohimbe is a type of tree that s native to central and western Africa
Now you ve ordered these pills buy cialis professional The accepted normal values were TT 271-965ng dL -1 , FBG 70-110mg dL -1 , TG 40mg dL -1
Both strains of the virus can be effectively treated using the same medication buy online cialis
Good luck with your return to fertility. clomid
Embryo morphology or cleavage stage How to select the best embryos for transfer after in vitro fertilization. nolvadex pct for sale