কালিয়াগঞ্জে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা,শহরে চাঞ্চল্য-
1 min readকালিয়াগঞ্জে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা,শহরে চাঞ্চল্য-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২ডিসেম্বর:মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মারওয়ারী পট্টিতে অবস্থিত ইউনিয়ন ব্যাংকে দুঃসাহসিক ব্যাংক ডাকাতির চেষ্টা করা হলে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। জানা যায় রাত্রি ১-৫০ নাগাদ একদল ডাকাত ব্যাংকের দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়।
তবে ডাকাত দলটি ব্যাংকের ভিতরে ঢুকে ভল্টের তালা ভাজ্ঞার চেষ্টা করেও ভাঙতেপারেনি।এমনটাই ব্যাংক সূত্রে খবর। এদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। সকালের দিকে আজ পুলিশ এ ঘটনা জানতে পেরে ব্যাংকে ছুটে আসে এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এলাকার সাধারণ মানুষের অভিযোগ ব্যাঙ্কের জানালা সুরক্ষিত না থাকার।কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস বলেন ব্যাঙ্ক কর্মকর্তাদের সবারই ব্যাঙ্কের সুরক্ষার দিকটাও দেখা উচিৎ কিন্তূ তা অনেক ক্ষেত্রেই দেখা যায়না।ঘটনা ঘটবার পর তারা নজর দিয়ে থাকে।যা সঠিক নয়।এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি জানান।এই ঘটনায় কালিয়াগঞ্জ শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।