কৃষক আন্দোলনের ঐতিহাসিক জয়ে বিজয় মিছিল ইটাহার ব্লক বামফ্রন্টের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে
1 min readকৃষক আন্দোলনের ঐতিহাসিক জয়ে বিজয় মিছিল ইটাহার ব্লক বামফ্রন্টের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে
বিপ্লব চাকি ইটাহার ২৫সে নভেম্বর ইটাহার: কৃষক আন্দোলনের ঐতিহাসিক জয়ে বিজয় মিছিল বের করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লক বামফ্রন্টের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ইটাহার শহরে কমি’ সমথ’ক দের নিয়ে ও মিছিলে সামনে গরু নাঙ্গল নিয়ে ইটাহার শহরে মিছিল বের করে চৌরাস্তা মোড় এলাকায় পথ সভা করা হয়।
এদিনের কম’সুচিতে ছিলেন কৃষক সভার নেতৃত্ব সিরাজুল ইসলাম, আনন্দ বিহারী বসাক, মাইনুল হক,সমর সরকার, অজয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষক আইন বাতিল করায় এই বিজয় মিছিল বলা হলেও অবিলম্বে পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমানোর প্রতিবাদ জানানো হয় এদিনের কম’সুচিতে।