রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা ও সাধারণ মানুষ কে পরিষেবা দিতে গ্রাম সভার আয়োজন ইটাহারে।
1 min readরাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা ও সাধারণ মানুষ কে পরিষেবা দিতে গ্রাম সভার আয়োজন ইটাহারে।
বিপ্লব চাকি ইটাহার ২৫ সে নভেম্বর ইটাহার: রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা ও সাধারণ মানুষ কে পরিষেবা দিতে গ্রাম সভার আয়োজন করা হয় ইটাহারে।
এদিন ইটাহার থানার ছয় ঘোরা গ্রাম পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে ও ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় ছয়ঘোরা পঞ্চায়েত দপ্তরের সভা হলে এদিনের গ্রাম সভার আয়োজনে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস, পঞ্চায়েত প্রধান নাসরিন বানু, পঞ্চায়েত সদস্য ইস্তেকার হুসেন, মোশারফ হোসেন সহ অন্যান্য পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তি দের উপস্থিতে গ্রাম সভার উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা করেন ইটাহারের বিডিও অমিত বিশ্বাস।
বিডিও অমিত বিশ্বাস বলেন রাজ্যের উন্নয়ন মূলক কাজের প্রকল্প বাস্তবায়ন করা ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গ্রাম সভার আয়োজন ইটাহার ব্লকের প্রতিটি অঞ্চলে করা হলেও আজকে ১২ নং ছয় ঘোরা অঞ্চলে করা হচ্ছে এলাকার প্রধান, পঞ্চায়েত সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তি দের নিয়ে।