December 26, 2024

কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল করায় বিজয় মিছিল বের করা হয় ইটাহারে

1 min read

কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল করায় বিজয় মিছিল বের করা হয় ইটাহারে

বিপ্লব চাকি ইটাহার ২৭সে নভেম্বর ইটাহার: কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল করায় বিজয় মিছিল বের করা হয় ইটাহারে। ব্লক তৃনমূল কংগ্রেসের তরফে কয়েকশো কমি’ সমথ’ক দের নিয়ে ইটাহার শহরে মিছিল বের করে বাস টার্মিনাস গেটে মোড় এলাকায় পথ সভা করা হয় তৃনমূল কংগ্রেসের তরফে।

ছিলেন বিধায়ক মোশারফ হোসেন,ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হোসেন,ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব, পলাশ রায়,সাহেস্তা আলম,কাতি’ক দাস পূজা দাস কাঞ্চন সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কম’সুচিতে ছিলেন।

ছিলেন ইটাহারের তৃনমূলের বিধায়ক মোশারফ হোসেন,ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হোসেন, সাহেস্তা আলম পলাশ রায় সহ অন্যান্য নেতৃত্ব।

বিধায়ক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিল বাতিলের সিদ্ধান্ত তাই সংসদীয় ভাবে বিল পাস করতে আজকের কম’সুচি কেননা কৃষক দের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে চলেছে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *