শিলিগুড়িতে বন্ধ বালাসন, ব্রীজ সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ
1 min readশিলিগুড়িতে বন্ধ বালাসন, ব্রীজ সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ
অনিন্দ্য বসাক ও শুভ আচার্য শিলিগুড়ি থেকে বর্তমানের কথা ঃ– বেশ কিছুদিন ধরেই বন্ধ বালাসন ব্রীজ চলছে না কোনো যানবাহন অসুবিধার সম্মুখীন সকল মানুষ। হঠাৎ করেই বালাসন ব্রীজের মাঝের অংশ বসে যায় আর এই নিয়েই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয় সকল মানুষ ।বন্ধ করে দেওয়া হয় ব্রীজ।
এর পাশাপাশি এই ব্রীজ দিয়েই সমস্ত বাস শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় যায়। তবে ব্রীজ খতিগ্ৰস্ত অবস্থায় থাকায় সেই সমস্ত বাস মেডিকেল কলেজ হয়ে নৌকাঘাট হয়ে যাচ্ছে।
সমস্ত কর্মরত ব্যক্তি যারা নিত্যদিন কাজে যায় তারাও বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে বর্তমানে এই ব্রীজের কাজ চলছে তবে আর কতদিন এ কাজ চলবে সেটা কিন্তু পরিস্কারভাবে এখনও কিছু জানা যায় না।
ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তিনি জানান , ব্রীজের কাজ বর্তমানে ভালোভাবেই চলছে । আরও বেশ কিছুদিন লাগবে এই ব্রীজ মেরামতের কাজ সম্পূর্ণ হতে। তবে আর কতদিন লাগবে, এই রুটের সকল বাস আবার কবে এই রাস্তায় চলাচল করবে, কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে এটা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।