December 27, 2024

আদিবাসী জমি রক্ষা কমিটি র পক্ষ থেকে ৭ দফা দাবি নিয়ে বিক্ষোভ

1 min read

আদিবাসী জমি রক্ষা কমিটি র পক্ষ থেকে ৭ দফা দাবি নিয়ে বিক্ষোভ

প্রদীপ সিনহা করণদিঘি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের আদিবাসীরা বি এল আর ও অফিসে বিক্ষোভ দেখায়  আজ  । এদিন সাতদফা দাবি নিয়ে করনদিঘি বিএল আর ও অফিসে বিক্ষোভ দেখাল

আদিবাসী জমি রক্ষা কমিটি। এদিন করনদিঘি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার আদিবাসীরা বি এল আর ও অফিসে বিক্ষোভ দেখায় তীর ধনু হাতে নিয়ে। অফিসের মূল গেটে জমায়েত করে দীর্ঘ সময় দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন আদিবাসী সমাজের নেতারা। বক্তব্য রাখেন সাইমন মুর্মু ও সরকার টুডু রা। বি এল আর ও গৌড় সোরেন বলেন আদিবাসী জমি রক্ষা কমিটি র পক্ষ থেকে ৭ দফা দাবি নিয়ে অফিসে এসেছিল নেতারা। আমি তাদের দাবীগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *