December 26, 2024

বিজেপি থেকে তৃণমূলে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সহ কংগ্রেস সমর্থকেরা

1 min read

বিজেপি থেকে তৃণমূলে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সহ কংগ্রেস সমর্থকেরা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২৩ নভেম্বর: বিধান সভা নির্বাচনে বিজেপির স্বপ্নভঙ্গ হবার কারনে কালিয়াগঞ্জের বিজেপিতে দিনের পর দিন ভাঙন অব্যাহত।সম্প্রতি বেশ কিছু বিজেপির সমর্থকদের নিয়ে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান তথা সমবায় আন্দোলনের প্রথম সারির নেতা বৈকুণ্ঠ বৈশ্য উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন। এই দলবদলের অনুষ্ঠানে বেশ কিছু কংগ্রেস ও বাম সমর্থকরাও যোগ দেয় বলে জানা যায়।

দলবদলের অনুষ্ঠানে তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও বিধায়ক দৌমেন রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি কৌশিক গুন,রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ,উত্তর দিনাজপুর জেলার প্রবীণ তৃণমূল নেতা তিলক চৌধুরী,কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ পৌর সভার প্রশাসক শচিন সিংহ রায় এবং বিশিষ্ট সমাজসেবী পিনাকী বর্মন সহ অনেকে।জানা যায়রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান বৈকুণ্ঠ বৈশ্য জীবনের অধিকাংশ সময় সি পি আই এম দলের সাথে যুক্ত ছিলেন।বাম জামানায় অত্যন্ত প্রভাবশালী নেতা বৈকুণ্ঠ বৈশ্য দীর্ঘ দশ বছর একটানা বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।পরবর্তীতে তিনি রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মত একটি আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন সুনামের সাথেই দায়িত্ব পালন করে গেছেন।তিনি গত বিধান সভা নির্বাচনের ঠিক পূর্ব মুহুর্তে সবাইকে অবাক করে দিয়ে বিজেপি দলে যোগ দেন। কিন্তূ বিজেপি দলে যোগ দেবার পর তিনি কার্যত ঘরেই বসেছিলেন। কয়েক মাসের মধ্যেই বৈকুণ্ঠ বৈশ্যবিজেপির বিভিন্ন ধরনের কাজ কর্মের সাথে একমত না হবার কারনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের উন্নয়ন মূলক কাজকর্মে উচ্ছসিত হয়ে তৃণমূল দলে যোগ দেন।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন কালিয়াগঞ্জে খুব শীঘ্রই বিজর্পি দলে বড় ভাঙন হতে চলেছে যা শুধু সময়ের অপেক্ষা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *