ভোটদানের লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ গোয়ালপুকুর ব্লকের উদ্যোগে
1 min readভোটদানের লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ গোয়ালপুকুর ব্লকের উদ্যোগে
অঙ্কিতা পাল এর রিপোর্ট গোয়ালপোখর গণতন্ত্রে ভোটদান একটি আবশ্যক। আর ১৮ বছর হলেই সেই ভোট দান করা যাবে তেমনটাই নির্দেশ ভারতের নির্বাচন কমিশনের। তাই নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে আজ গোয়াল পুকুর অনুষ্ঠিত হয়ে গেল একটি ফুটবল প্রীতি ম্যাচ। যার আয়োজক ছিল গোয়ালপুকুর ব্লক।
গোয়ালপোখোর ১ব্লকের আমবাড়ি ফুটবল মাঠে ২ টি মহিলা টিম এর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। জানা যায় আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর অবধি অনলাইনের মাধ্যমে নিজের নাম নথিভূক্ত করতে পারবে ভোটার রা।
সেই উদ্দেশ্য আজকের এই ম্যাচ। নন্দঝার ছাত্র সমাজ এবং আমবাড়ি মহিলা টিম মধ্যে খেলা হলো। জয়ী নন্দঝার ছাত্র সমাজ।