ইসলামপুরে জেলা পুলিশ লাইনের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন পুলিশ সুপার শচীন মক্কার
1 min readইসলামপুরে জেলা পুলিশ লাইনের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন পুলিশ সুপার শচীন মক্কার
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর ইসলামপুর পুলিশ জেলার পুলিশ লাইনের নবনির্মিত দার উদ্বোধন করলেন পুলিশ সুপার শচীন মক্কর। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন ডিএসপি ও পুলিশ আধিকারিকরা এই দার উদ্বোধন উপলক্ষে
পুলিশ সুপার শচীন মক্কর বলেন ইসলামপুর থানার এক অংশ পুলিশ জেলার পুলিশ লাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে।সেই মতই আজ একটি নবনির্মিত গেট উদ্বোধন করা হলো। পুলিশ সুপার আরো বলেন থানার পুলিশ ফোর্স থাকে এবং অতিরিক্ত যে পুলিশ বাহিনী সেটি এই পুলিশ লাইনে থাকে। সে মত প্রায় 200 পুলিশ ফোর্স থাকার মতন ব্যবস্থা
এই পুলিশ লাইনে করা হয়েছে।এখানে পুলিশ জাওয়ানদের থাকা-খাওয়ার একাধিক সুবিধা রয়েছে।পুলিশ সুপার আরও বলেন আজকের এই নবনির্মিত যে গেট উদ্বোধন করা হলো।