ব্রাউন সুগার উদ্ধার ইটাহারে
1 min readব্রাউন সুগার উদ্ধার ইটাহারে
বিপ্লব চাকি ২২ নভেম্বর ইটাহার: গোপন সুত্রে খবর পেয়ে মারুতি গাড়ী সহ তিন ব্যাক্তি সহ কয়েক লক্ষ টাকার ব্রাউন্ড সুগার আটক করল ইটাহার থানার পুলিশ। গতকাল গভীর রাতে ইটাহার থানার পুলিশের si ওয়াশিম আক্রম ও si তপন পাল সহ বিশাল পুলিশ বাহিনী ইটাহার থানার কুরমানপুর এলাকায় জাতীয় সরক ,এলাকায় নাকা চেকিং করার সময় মালদহ থেকে রায়গঞ্জ মুখি একটি লাল রঙের মারুতি গাড়ী দার করিয়ে চেক করার সময় গাড়ির ভিতর থেকে ব্রাউন্ড সুগার এর পেকেট উদ্ধার করলে তিন যুবককে গ্রেপ্তার করে ইটাহার থানায় নিয়ে আসে।
সোমবার তিন অভিযুক্ত কে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হলে রিমান্ডে চাওয়া হয়। পুলিশ সুত্রে জানা যায় মালদহ জেলার তিন যুবককে বাড়ি ইজাজ আহমেদ ২৩ কালিয়াচক,আমির হাজমা ৩৩ সুজাপুর, মুক্তারুল আলি ৩৪ মালদহ ইংরেজ বাজার বাড়ি। উদ্ধার হওয়া ব্রাউন্ড সুগার ১০২ গ্রাম অজন হলেও প্রায় দুই লক্ষ টাকা বাজার মূল্য রয়েছে, তবে কুচবিহার উদ্যেশ্যে যাওয়ার কথা ছিল, মারুতি গাড়ী আটক সহ ছোট বড় মিলে তিনটি মোবাইল আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।