গ্রাম উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আজ রাস্তার কাজের সূচনা করলেন ইটাহারে র বিধায়ক মোশারফ হোসেন
1 min readগ্রাম উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আজ রাস্তার কাজের সূচনা করলেন ইটাহারে র বিধায়ক মোশারফ হোসেন
বিপ্লব চাকি , ইটাহার। গ্রাম উন্নয়ন দপ্তরের আথি’ক তহবিলে চারটি ডালাই রাস্তার কাজের সুচনা করলেন ইটাহার ব্লকের তৃনমূলের বিধায়ক মোশারফ হোসেন। এদিন ইটাহার ব্লকের দুল’ভপুর অঞ্চলের আলঢান্ডা গ্রামে অঞ্চলের চারটি ডালাই রাস্তার আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন বিধায়ক মোশারফ হোসেন সহ, ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রিনা সরকার,
পঞ্চায়েত সমিতির কম’ধক্য মহম্মদ ইসরাইল, ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব দানেশ আলি পলাশ রায় কাতি’ক দাস , অঞ্চল তৃনমূল কংগ্রেস নেতৃত্ব রাধাকান্ত রায়, মদন বম’ন, ঝরু বম’ন সহ অন্যান্য নেতৃত্ব। বিধায়ক সহ জানা গেছে এলাকা বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল
সেই মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অব্যাহত রাখতে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের প্রায় ৯০ লক্ষ টাকা ব্যায়ে দুল’ভপুর অঞ্চলের চারটি মাটির রাস্তা প্রায় তিন কিলোমিটার ডালাই রাস্তা, অঞ্চলের, আলঢান্ডা থেকে আসরাপুকুর, দক্ষিনাল টাঙ্গিয়া থেকে ঘোষ পাড়া,
মহাগাছি থেকে ব্যাটিং গ্রাম, মহানন্দা পুর গ্রামের মাটির রাস্তা ডালাই রাস্তার পরিতন কাজের সূচনা করা হয়। ফলে অঞ্চলের কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান বিধায়ক মোশারফ হোসেন। এদিন রাস্তার কাজের সুচনা কে ঘিরে আদিবাসী নৃত্য আয়োজন করা হয় ইটাহারে।