মহান নভেম্বর বিপ্লব দিবস পালন ও মানব বন্ধন।
1 min readমহান নভেম্বর বিপ্লব দিবস পালন ও মানব বন্ধন।
মহান নভেম্বর বিপ্লব দিবস পালন ও মানব বন্ধন।আজ সাতই নভেম্বর কালিয়াগঞ্জ পি ডি জি ভবনে রক্ত পতাকা উত্তোলন করেন উওর এরিয়া কমিটি সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি ।সুকান্তমোড়ে জ্যোতিবসু ভবনে পতাকা উত্তোলন করেন
জেলা সম্পাদক মন্ডলীকে সদস্য ভারতেন্দ্র চৌধুরী । বেলা দশটা ত্রিশ মিঃথেকে বেলা এগারোটা পয’ন্তসম্প্রতি বাংলাদেশ সংখ্যা লঘু উপর চক্রান্তের প্রতিবাদজানিয়ে মানব বন্ধন কম’সূচী পালিত হয়।ব্যাপক মূল্যবৃদ্ধি তীব্র সমালোচনা করে বক্তব্যরাখেন ভারতেন্দ্র চৌধুরী, মনোরঞ্জন পাটোয়ারী ।বেশ কিছু শ্রমিক -কৃষক শ্রমজীবীমানুষ কম’সূচী তে তাৎক্ষনিক ভাবে উপস্হিত হয়েছিলেন।