ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের থানাপাড়ার প্রয়াত শৈলেশ চন্দ্র লাহিড়ীর বাড়ীর শতাধিক বছরের দক্ষিণা কালি মা পুঁজিত হয় মহালক্ষী রূপে
1 min readঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের থানাপাড়ার প্রয়াত শৈলেশ চন্দ্র লাহিড়ীর বাড়ীর শতাধিক বছরের দক্ষিণা কালি মা পুঁজিত হয় মহালক্ষী রূপে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩ নভেম্বর: এক সময়কার পূর্ব পাকিস্থান বর্তমানের বাংলাদেশের পাবনা জেলার জামিত্রার জমিদার বাড়ীর পূজার রেশ টেনে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা পাড়ায় শৈলেশ চন্দ্র লাহিড়ী তার বাড়িতে শতাধিক বছরের দক্ষিণা কালির পূজা আজও অত্যন্ত নিষ্ঠা ভক্তির সাথে পুঁজিত হয়ে আসছে মহা লক্ষী রূপে পূজার প্রচলন করেন।পরবর্তীতে শৈলেশ চন্দ্র লাহিড়ীর মৃত্যুর পর তার বড় ছেলে প্রয়াত মন্টু লাহিড়ী এই পূজার দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতেপ্রয়াত মন্টু লাহিড়ীর দুই পুত্র বিশ্বজিৎ লাহিড়ী ও অভিজিৎ লাহিড়ী ও তাদের পরিবার বর্তমানে এই পূজার বংশ পরম্পরায় দায়িত্বভার নিয়ে মহাসমারোহে এই পূজা করে আসছে।
প্রয়াত মন্টু লাহিড়ীর বড় পুত্র বিশ্বজিৎ লাহিড়ী বলেন তারা তাদের পূর্ব পুরুষদের পূজার নিয়ম নিষ্ঠা মেনেই বাড়ীর মন্দিরে সাধ্যমত মায়ের পূজা করে থাকে।তিনি বলেন তাদের বাড়ির দক্ষিণা মায়ের মহালক্ষীর রূপে যে পূজা হয় সেই পূজায় পাঁচ রকমের মাছ ও মাংস দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়ে থাকে। যার মধ্যে আছে ষোল,বোয়াল,রুই,কাতলা ও পুঁটি মাছ।প্রয়াত মন্টু লাহিড়ীর ছোট ছেলে অভিজিৎ লাহিড়ী বলেন তাদের বাড়ির পূজায় ঐতিহ্য বজায় রেখে বলি প্রথা এখনো মেনে চলা হয় বলে জানান।ভাতৃ দ্বিতীয়ার পরে মায়ের বিসর্জন দেওয়া হয় বলে জানান। জানা যায় কালিয়াগঞ্জের থানা পাড়ার প্রয়াত বিশিষ্ট সমাজ সেবী শৈলেশ চন্দ্র লাহিড়ী ওপার বাংলায় জমিদার পরিবারের সদস্য হওয়ায় এপার বাংলায় এসেও জমিদারি চাল ছিল তার সহজাত স্বভাব।কর্মজীবনে তিনি ইট ভাটার মালিক সহ একজন বড় মাপের ঠিকাদার ছিলেন।প্রয়াত শৈলেশ লাহিড়ীর তিন ছেলে মন্টু লাহিড়ী ছিলেন মা বয়রা কালিবাড়ির কর্নধার, বচকন লাহিড়ী ছিলেন উত্তর দিনাজপুর জেলার একজন প্রথম সারির কংগ্রেস নেতা ও কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর অত্যন্ত প্রিয়পাত্র আর প্রদীপ লাহিড়ী ছিলেন কর্মজীবনে কালিয়াগঞ্জ পৌর সভার একজন সৎ ও কর্মঠ কর্মী।বর্তমানে তিন জনই প্রয়াত হয়েছেন।তবে প্রয়াত শৈলেশ চন্দ্র লাহিড়ীর বাড়ীর সাবেক ঐতিহ্য বজায় রেখে তার নাতি নাতনিরা আজও রাজনৈতিক ও সাংস্কৃতিক আঙিনায় অবাধ বিচরণ করে কালিয়াগঞ্জের লাহিড়ী পরিবারের ঐতিহ্যকে আজও ধরে রেখেছে বলে জানা যায়।
Some practices end there, while others also have an online pharmacy that can ensure your script is processed cialis online without prescription Vacuum devices may weaken ejaculation but, in most cases, the devices do not affect the pleasure of climax, or orgasm
The liquisolid technique is used to convert a liquid into easily compressible, non-adherent and free-flowing dry powder by mixing excipients comprising a carrier material and a coating material order priligy Afterwards I was at Auschwitz at the time of the matter of Hungary, once because of the Kommerzialrat Storfer – this was the Storfer case – subsequently I was once in Auschwitz when it was described to me that the Hungarian gendarmerie had loaded the transports in a way which did not correspond to the directives, hereafter I was in Auschwitz
Although Liu Jinfu hadn t gone out a few times, can constipation affect erectile dysfunction he at southflaortho generic cialis for sale It lasts about 4 5 hours for most people
At mid 40, I have mild moderate ED buy online cialis
clomid medication The hardened shell also helps prevent the embryo from implanting prematurely in the fallopian tubes, which would cause an ectopic pregnancy.
I just bought 6 vials of HMG so I will tell you how it works out. side effects of tamoxifen in females
Strictureplasty is generally best when the small bowel contains multiple spread- out strictures throughout. doxycycline for