বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানে বিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশে খুশি প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা
1 min readবিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানে বিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশে খুশি প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২নভেম্বর:অবশেষে সুপ্রিম কোর্টের এক নির্দেশে বলা হয়েছে আগামী ছয় মাসের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষাদানের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে যে সমস্ত বেকার যুবকদের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষা দানের জন প্রশিক্ষণ
নিয়েও বেকার বসে আছে তারা আশার আলো দেখতে পেলো।দেশের সর্বোচ্চ আদালত এক নির্দেশে বলেছে ভারতবর্ষের বিভিন্ন প্ৰথমিক ও উচ্চ বিদ্যালয়ে আগামী ছয় মাসের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষাদানের জন্য বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানা যায়।পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ থাকলেও তা কার্যকরী করা হয়নি বলে জানা যায়।সেই কারণেই আগামী তিন মাসের মধ্যে ছাত্র সংখ্যা অনুপাতে কতজন শিক্ষক প্রয়োজন হবে তাকেন্দ্র ও রাজ্যকে সুপ্রিম।কোর্টকে জানাতে হবে।[ কেন্দ্র ও রাজ্যকে জানাতে হবে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত গণেশ কুন্ডু এক সাক্ষাৎকারে জানান সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আমাদের রাজ্যের বহু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই ধরনের বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত অনেক বেকার যুবক আছে যাদের কর্মসংস্থানের একটা বড় সুযোগ সামনে আসছে বলে তিনি মনে করেন।তিনি বলেন যারা স্পেশাল ডি এল এড বা বিএড সাধারণ ডি এল এড বা বি এড এর সমতুল।গণেশ বাবু বলেন আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টি ভঙ্গিতে এই ব্যাপারটা দেখবেন বলেই আমরা আশা করছি।বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষা দানের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষন প্রাপ্তদের নিয়োগের নির্দেশে উত্তর দিনাজপুর জেলার অনেক যুবক যারা বিশেষ প্রশিক্ষণ নিয়ে বসে আছেন অনেক দিন থেকে তারা কিছুটা হলেও আশার আলো দেখছে বলেই মনে করছে তারা।