রায়গঞ্জে স্মার্টভ্যালু সংস্থার আয়োজনে ও সংকল্প পরিবারের ব্যবস্থাপনায় রক্তদান শিবির-
1 min readরায়গঞ্জে স্মার্টভ্যালু সংস্থার আয়োজনে ও সংকল্প পরিবারের ব্যবস্থাপনায় রক্তদান শিবির-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ২৫ অক্টোবর:গোটা রাজ্য তথা জেলা সহ আমাদের রায়গঞ্জে চলছে রক্ত সংকট। ব্লাড ব্যাংকের রক্তশূন্যতা কেড়ে নিচ্ছে বহু প্রাণ। এমতবস্থায় নিজের জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল সংকল্প পরিবারের এক সদস্য, প্রদীপ ঘোষ। “উৎসবেও থাকুক রক্তদান” কথাটির যথার্থতা প্রমাণ হলো আজকের এই রক্তদান শিবিরে। স্মার্ট ভ্যালু নামক একটি সংস্থার আয়োজনে ও সংকল্প এর ব্যবস্থাপনায় আজকের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
রক্তদান করেন ২২ জন রক্তদাতা, তারমধ্যে ১৮ জনই প্রথম রক্তদাতা। সংকল্প পরিবার প্রতিটি রক্তদাতা কে জানায় কুর্নিশ।আজকের রক্তদান শিবিরের প্রধান অতিথি ছিলেন সাংবাদিক তথা শিক্ষক শ্রী সুনীল চন্দ মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী অর্ধেন্দু রায় মহাশয়, মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অমল বিশ্বাস মহাশয়, সাংবাদিক শ্রী দীপঙ্কর মিত্র মহাশয়, এছাড়াও আরও অন্যান্য অনেক গুণীজন ব্যক্তিবর্গ।আজকের রক্তদান শিবিরের পৌরোহিত্য করেন তথা স্বেচ্ছায় রক্তদান এর উদ্বোধন করেন উত্তরদিনাজপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক তথা রক্তদান আন্দোলনের অন্যতম সেনাপতি শ্রী সুব্রত সরকার মহাশয়।সংকল্প পরিবার প্রদীপ ঘোষের দীর্ঘায়ু কামনা করে তৎসহ সুব্রত সরকার সহ সমস্ত গুণীজনদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে এরম একটি বৃষ্টিমুখর দিনেও উপস্থিত হয়ে অনুষ্ঠানটি কে সাফল্যমন্ডিত করার জন্য। আপনারাও এগিয়ে আসুন রক্ত দান করুন, একটি প্রাণ বাঁচিয়ে তুলুন ✊