December 29, 2024

মানুষের পাশে থেকে বামেরা সেবা করবার সুযোগ আগেও পেয়েছে এখনো বামেরা নিঃস্বার্থে বাইরে থেকে মানুষের সেবা করে যাচ্ছে-

1 min read

মানুষের পাশে থেকে বামেরা সেবা করবার সুযোগ আগেও পেয়েছে এখনো বামেরা নিঃস্বার্থে বাইরে থেকে মানুষের সেবা করে যাচ্ছে-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫ অক্টোবর: ভোটের সফলতাই বড় কথা নয় গরিব মানুষেরা ন্যায্য পাওনা পাবার লড়াইয়ে বামেরা আছে ও থাকবে।রবিবার রাতে কালিয়াগঞ্জ শহরের হনুমান ভবনে আর এস পির উত্তর দিনাজপুর জেলার ডাকে একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এই কথা বলেন আর এস পির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য।তিনি বলেন এই রাজ্যে বামফ্রন্ট ৩৪বছর রাজত্ব করেছে।মানুষের ভোটে তৃনমূল দল শাসন ক্ষমতায় এসেছে।মানুষ দুইহাত ভরে সাশক তৃণমূল্ দলকে ভোট দিয়েছে।

মুখ্যমন্ত্রীর উচিৎ রাজধর্মের হাল শক্ত করে ধরে মানুযের উপকারে মনো সংযোগ করা।আর এস পির রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী বিশ্ব নাথ চৌধরী বলেন এই রাজ্যের পৌর সভাগুলির নির্বাচন বন্ধ রেখে ইচ্ছামত নিজের মানুষদের প্রসাশক হিসাবে বসিয়ে পৌর সভাগুলি তৃণমূলের একটি করে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে।

রাজ্যের উপ নির্বাচন ও বকেয়া বিধানসভা নির্বাচন করা হলেও কেন দীর্ঘদিন ধরে পৌর নির্বাচন করা হচ্ছেন?সভায় উপস্থিত আর এস পি র দলীয় কর্মীদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুস্থ্য ও খেটে খাওয়া মানুষদের শ্বার্থে লড়াই চালিয়ে যাবার বার্তা দেন আর এস পির কেন্দ্রীয় সম্পাদক তথা বর্ষীয়ান নেতা মনোজ ভট্টাচার্য এবং রাজ্য সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী বিশ্ব নাথ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..