কালিয়াগঞ্জের বিবেকানন্দ ক্লাবের পূজা মন্ডপে শহরের শিক্ষা নবিশ চিত্রশিল্পীদের তুলির টানে কৃষ্ণলীলার ছবি ফুটে উঠছে-
1 min readকালিয়াগঞ্জের বিবেকানন্দ ক্লাবের পূজা মন্ডপে শহরের শিক্ষা নবিশ চিত্রশিল্পীদের তুলির টানে কৃষ্ণলীলার ছবি ফুটে উঠছে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮অক্টোবর:বুধবার মহালয়ার ভোরে পিতৃপক্ষের অবসানের পর দেবী পক্ষের সূচনার অর্থই দুয়ারে মার আগমনের আর বাঁকি নেই।এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিবেকানন্দ ক্লাবের পুজো পঞ্চাশ বছরে পা রাখলো।বিগ বাজেটের পূজা না হলেও বিবেকানন্দ ক্লাবের সদস্যদের পুজোর থিমে যে উচ্চ মানের ভাবনা চিন্তার ছাপের সাথে সাথে প্রাচীন সভ্যতার নিদর্শন সাধারণ দর্শকেরা এবার তুলির টানের নূতনত্ব কিছু দেখবেন তা বলা যেতে পারে।
সর্ব কালের আমাদের গর্ব চিত্রশিল্পী যামিনী রায়ের চিত্রকলার আদলে তুলির টানে অসাধারন শিল্পকলার মাধ্যমে শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলা,কালিয়াদমন, মাখন চুরির মত মন্ডপের সর্বত্র ছবি অঙ্কনের কাজ চলছে।কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার স্নাতকোত্তর অঙ্কিতা জানালেন তিনি এবং তার অঙ্কন বিদ্যালয়ের ছাত্রীরা মিলে বিবেকানন্দ ক্লাবের মন্ডপ সজ্জার বড় দায়িত্ব নিয়েছে।
অঙ্কিতা জানালেন চেষ্টা করছি তবে দর্শনার্থীরা যে নিরাশ হবেনা তা বলাই যেতে পারে।বিবেকানন্দ ক্লাবের কর্নধারদের অন্যতম শুভঙ্কর দাস ও অমর কুমার গুপ্তা বলেন সীমিত ক্ষমতার মধ্যেই তারা অষ্টমী পূজার দিন এলাকার দুস্থ্য ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে এ ছাড়াও নবমীর দিন পেটপুরে প্রসাদ দেবার কর্মসূচি নেওয়া হয়েছে।
বিবেকানন্দ ক্লাবের পূজার বাজেট কত জানতে চাইলে বলেন বাজেটের কথা নাইবা শুনলেন।অর্থ ছাড়া পুজোতো হবেনা এটা সবাই জানে।