কালিয়াগঞ্জে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে চার মাসের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা-
1 min readকালিয়াগঞ্জে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে চার মাসের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা-
তপন চক্রবর্তী, কালিয়াগজ,৮অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে শুক্রবার চার মাসের একটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।।সেই মতাবেক পশ্চিমবঙ্গ তপশিলী জাতি,আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেনী উন্নয়ন ও বিত্তনিয়গের উদ্যাগে ।তপশিলী, জাতি ও আদিবাসী রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশনের তত্তাবধানে এই নার্সিং ট্রনিং হবে।
এই নার্সিং ট্রেনিং কালিয়াগঞ্জ ব্লকের ৩৬০ জন যুবক ও যুবতীদের বিনা মূল্যে ৪ মাসের প্রশিক্ষন দেওয়া হবে।এবং প্রশিক্ষন প্রাপ্ত যুবক ও যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।যাতে আগামীতে স্বনির্ভর হতে পারে।প্রশিক্ষণের পর তদের সরকারি ভাবে ঋন দেওয়া হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তপশিলী জাতি,আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেনী উন্নয়ন বিভাগের সহকারি ম্যানেজার দীপক কুমার কুন্ডু,এছাড়াও রাজিবগান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশনের কর্নধার সঞ্জয় কুমার রায়,শি
ক্ষক অনুরাগী ভাস্কর রায় সহ বিশিষ্ট জনেরা।সরকারি উদ্যোগে প্রশিক্ষন শুরু হওয়ায় খুশি প্রশিক্ষন নিতে আসা যুবক ও যুবতীরা।