তিনবন্ধুর প্রযাসের ফসল, পাত পেতে চেটেপুটে খেলো ভেলাইয়ের কচিকাঁচাদের সাথে বৃদ্ধরা
1 min readতিনবন্ধুর প্রযাসের ফসল, পাত পেতে চেটেপুটে খেলো ভেলাইয়ের কচিকাঁচাদের সাথে বৃদ্ধরা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫ অক্টোবর: বেকার সকার বলে কোন কথা নয় সদিচ্ছা থাকলেই অসম্ভবকে সম্ভব করা যায় মনের ইচ্ছা পূরণ।ঠিক তিন বন্ধু যা ভেবেছিল যে স্বপ্ন দেখেছিল রবিবার তা বাস্তবে রূপ পেল ভিলেজ কুকিং পি বি কে নামক একটি সমাজসেবী দলের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ভেলাই গ্রামের এক বিদ্যালয়ে।সমাজসেবী সংস্থার তিন বন্ধু যথাক্রমে পাপাই মোহন্ত,চন্দন মোহন্ত এবং বাপি দাসের স্বপ্ন ছিল সমাজের অবস্থা সম্পন্ন মানুষদের সহায়তায় গ্রামের কচিকাঁচাদের সাথে বৃদ্ধদের একদিন দুপুরে পাত পেরে খাবার আয়োজন করা।হ্যা সেই কাজ যথেষ্ট আন্তরিকতার মাধ্যমে করে দেখালো কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের তিন বন্ধু পাপাই,চন্দন ও
বাপি।রবিবার দুপুরে ভেলাই গ্রামে খাওয়া দাওয়ার আসর বসালে গ্রামের কচিকাঁচাদের অভিভাবকগণ এই অভিনব উদ্যোগ দেখে প্রচন্ড খুশি।ভিলেজ কুকিং পি কে বির কর্নধার পাপাই মহন্ত বলেন তাদের সংস্থা শুধু আহারের ব্যবস্থ্যা করেই থেমে থাকেনি অনন্তপুর অঞ্চলের জনপ্রতিনিধিদের সম্বর্ধনা দেবার ব্যবস্থও করেছেন। সংস্থার অপর কর্নধার চন্দন মহন্ত বলেন তাদের সংস্থা সরকারের করোনার সমস্ত রকমের বিধিনিষেধ মেনে খাবারের ব্যবস্থ্য করেছিলেন।সংস্থার অপর সদস্য বাপি জানান তদের খাবারের আয়োজনের মধ্যে ছিল ভাত,সব্জি,ডাল, পাপর ভাজার সাথে ছিল মাংস।স্বাদে ভরা রান্নার কারনে সবাই কোন কিছু নষ্ট না করে চেটে পুটে সবাই তৃপ্তি সহকারে খেয়েছে।গ্রামের মেয়ে সোমা শোভা ও অন্নপূর্ণা,সরস্বতীরা জানায় করোনার জন্য আমরা বাড়ি থেকে এই প্রথম বেরিয়ে খুব আনন্দ করতে পারলাম।স্কুল বন্ধ থাকায় আমরা কারো সাথে মেলামেশা করতে পারছিনা।আজকে প্রাণ ভরে অনেক দিন পর আনন্দ করতে পারলাম।
ভেলাই গ্রামের বাবলু সরকার বলেন এর উদ্যোক্তাদের আমি অভিনন্দন জানাই।এই ধরনের কাজে সবার সহযোগিতা করা উচিৎ। খুব ভালো উদ্যোগ।সংস্থার কর্নধার পাপাই মহন্ত বলেন আমাদের এই কর্মসূচি সুযোগ পেলেই বিভিন্ন গ্রামে গিয়ে
দুস্থ্য পরিবারের পাশে এই ভাবে দাঁরাব।সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য আমরা সবসময় তৈরি।তিনি বলেন আজকে শতাধিক ছেলেমেয়েদের সাথে বৃদ্ধরাও খেয়েছে।আগামীতে একসাথে এর চেয়ে অনেক বেশি দুস্থ্যদের খাবার সহায়তা দেবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।চাই শুধু অবস্থা সম্পন্ন ব্যক্তিদের একটু সহায়তা ও সহযোগিতা।