অনন্যা ও স্টুডেন্ট হেলথ হোমের রক্তদান শিবিরে সম্বর্ধনা-
1 min readঅনন্যা ও স্টুডেন্ট হেলথ হোমের রক্তদান শিবিরে সম্বর্ধনা–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৩ অক্টোবর:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ডাক-বাংলো রোডে অনন্যা থিয়েটারের মঞ্চে অনন্যা ও স্টুডেন্ট হেলথ হোমের উদ্দ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্ত দান
শিবিরে উত্তর দিনাজপুর জেলার সর্বোচ্চ রক্ত দাতা হিসাবে( ১৮৪ বার) কালিয়াগঞ্জের সমাজসেবী সন্তোষ বেঙ্গানিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। রক্ত দান শিবিরে মোট ৩০জন রক্ত দান করে।রক্তদান শিবিরে অনন্যা নাট্য সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন
অনন্যার কর্নধার বিভু ভূষণ সাহা সহ অনেকেই।অপর দিকে স্টুডেন্ট হেলথ হোমের পক্ষে উপস্থিত আঞ্চলিক সম্পাদক রঞ্জন মোদক,পার্থ প্রতিম রায় অরিজিৎ বিশ্বাস,প্রবীর সাহা ও নির্মাল্য দাস।