কালিয়াগঞ্জ কো-অপারেটিভ স্টোরের ৫৮ তম বার্ষিক সম্মেলনে সমিতির দ্বিতল ভবনের উদ্ভোধন
1 min readকালিয়াগঞ্জ কো-অপারেটিভ স্টোরের ৫৮ তম বার্ষিক সম্মেলনে সমিতির দ্বিতল ভবনের উদ্ভোধন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩ অক্টোবর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জে অবস্থিত কালিয়াগঞ্জ কো-অপারেটিভ স্টোরের ৫৮তম বার্ষিক।সাধারণ সভা অনুষ্ঠিত হয় সমিতির মহেন্দ্রগঞ্জে অবস্থিত নিজস্ব ভবনে। সম্পাদক আনন্দ কুমার মিত্র(নিমাই) সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন।সমিতির ৫৮ তম বার্ষিক সম্মেলনের পবিত্র দিনে এই সমিতির নুতন দ্বিতল ভবনের উদ্বোধনকরেন সমিতির প্রাক্তন ডিরেক্টার ও প্রবীণ শেয়ার হোল্ডার অশোক কুমার ঘোষ।অশোক ঘোষ সমিতির দ্বিতল ভবনের উদ্বোধন করে বলেন এই সমিতি যে ভাবে সুন্দরকাজ করে চলেছে তাতে আমার মত সবাই খুশি।সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন সমিতির শেয়ার হোল্ডার তথা জেলার অন্যতম সমবায়ী মনোজ রায় বলেন চোখের স্যমনে অত্যন্ত নিষ্ঠা,
সততা ও স্বচ্ছতার সাথে যে ভাবে এই সমিতি একের সনজনপর এক অগ্রগতি করে চলেছে তাতে বলা যেতেই পারে এই সমিতির ভবিষ্যত উজ্জ্বল একথা আমরা নিশ্চিত ভাবেই বলতে পারি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তনু চক্রবর্তী এবং স্বপন চক্রবর্তী। কালিয়াগঞ্জ কো-অপারেটিভ স্টোরের সভাপতি উত্তম ভট্টাচার্য বলেন সমিতির বার্ষিক সভায় আমরা সমিতির কর্মচারীদে প্রত্যেককে আজ সম্বর্ধনাজ্ঞাপন করেছি।তিনি বলেন এই সমিতির দায়িত্ব পাবার পর থেকে সমিতির পরিচালক কমিটির প্রত্যেকের সহযোগিতায় এই সমিতিকে একটা জায়গায় আনতে পেরেছি।সমিতির প্রধান বৈশিষ্ট্য আমাদের সমিতিতে কোন ক্যাশিয়ার পদ নেই।সমস্ত লেনদেন হয় চেকের মাধ্যমে। তিনি বলেন সমিতির শেয়ার হোল্ডারদের আজকের বার্ষিক সভায় প্রত্যেক শেয়ার হোল্ডারদের ২০০টাকা করে ডিভিডেন্ট দেবার ব্যবস্থা করেছি। সভাপতি উত্তম ভট্টাচার্য বলেন সমিতি গত ২০১৯-২০ সালের সমবায় বর্ষে মুনাফা করেছে ৩,৫৮১৪২ ৩০ টাকা।জানা যায় সমিতির মোট সদস্য সংখ্যা-৮২৬ জন।