বৈদ্ল গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ৫ জন আহত হয়ে হাসপাতালে-মানবিক হৃদয় নিয়ে হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক সৌমেন রায়
1 min readবৈদ্ল গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ৫ জন আহত হয়ে হাসপাতালে-মানবিক হৃদয় নিয়ে হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক সৌমেন রায়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬, সেপ্টেম্বর রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদল গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের।আহত ৫ জন। আহতদের এখনও চিকিৎসা চলছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে।
বিদ্যুৎপৃষ্টের কারন হিসাবে জানা যায় আফজুদ্দিন আহম্মেদ জমিতে কাজ করছিল বিকেলে।সেই সময় ১১ হাজার ভোল্টের তার হটাৎ করে জমিতে ছিড়ে পরে যাবার সময় অফাজুদ্দিনের গায়ে লাগলে সাথে সাথে তার মৃত্যু হয়।এদিকে এ খবর পাওয়া মাত্রই আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতালে ছুটে গেলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়। এরপর বিধায়ক সেই বৈদল গ্রামে গিয়ে মৃত ব্যক্তির পরিবারের কাছে সমবেদনা জানাতে জান। আফাজুদ্দিন আহমেদ মৃত. পারিবারের ৫ জন আসুস্থ. বর্তমানে কালিয়াগঞ্জ হসপিটালে চিকিৎসা চলছে ।