ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯তম রাজ্য সম্মেলন উপলক্ষে।কালিয়াগঞ্জে সেমিনার বর্তমান পরিস্থিতিতে শিল্পী কলাকুশলীদের ভূমিকা
1 min readভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯তম রাজ্য সম্মেলন উপলক্ষে।কালিয়াগঞ্জে সেমিনার বর্তমান পরিস্থিতিতে শিল্পী কলাকুশলীদের ভূমিকা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬ সেপ্টেম্বর: ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯তম রাজ্য সম্মেলন উপলক্ষে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মারওয়ারী ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের বিষয়বস্তু ছিল “বর্তমান পরিস্থিতিতে শিল্পী ও কলাকুশলীদের ভূমিক। সেমিনারের বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তার বক্তব্যে
বলেনবর্তমান সমাজে সাধারণ মানুষ প্রতিনিয়ত শোসিত হচ্ছে। শোষণের করাল গ্রাস থেকে তাদের ।নিস্তার নেই। বেকারদের নেই কোন কাজ। সুস্থ সাংস্কৃতিক চিন্তা চেতনায় প্ৰতি পদে পদে বাধা।পরিবর্তে অপসংস্কৃতির বিকাশ ঘটছে দ্রুত।অপরদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবার নির্লজ্জ্বপ্রয়াস।বর্তমান যুব সমাজকে পরিস্থিতি উপলব্ধি করে দ্রুত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তা কমলেশ্বর মুখোপাধ্যায়।