বালুরঘাটে অফ লাইন কালার বেল্ট প্রমোশন টেস্ট
1 min readবালুরঘাটে অফ লাইন কালার বেল্ট প্রমোশন টেস্ট
তপন চক্রবর্তী,কালিযাগঞ্জ,২১ সেমপ্টেম্বর:গত ১৯শে সেপ্টেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র ওয়ার্ল্ড তায়ক্বোণ্ডো হেডকোয়ার্টার “কুক্কিওয়ন” অনুমোদিত “দক্ষিণ দিনাজপুর তায়ক্বোণ্ডো অ্যাসোসিয়েশন”-এর “অফলাইন কালার বেল্ট প্রমোশন টেস্ট” ।
এর প্রাকটিক্যাল পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বালুরঘাট হাই স্কুল ও দক্ষিন দিনাজপুর জেলার তায়ক্বোণ্ডো ( মার্শাল আর্ট) হেড অফিসের সামনের মাঠে । মোট ১৪০ জন ছাত্র-ছাত্রীর বিভিন্ন বেল্টের পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোট ১০ জন প্রশিক্ষক । থিওরী ও প্রাকটিক্যাল দুই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। “কালার বেল্ট প্রমোশন টেস্ট”-এ উত্তীর্ণ করার পর সমস্ত ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠান এর আয়োজন করা হয় ইন্ডিয়ান রেড ক্রস বালুরঘাট-এ । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাননীয় সুভাষ চাকী এবং বিমান দাস মহাশয় । পরীক্ষক হিসাবে ছিলেন অয়ন মণ্ডল, কল্যাণ বর্মন, বিমান রায়, শিপ্রা বর্মন, মল্লিকা মিস্ত্রি, মহিতোষ বর্মন, কৃষ্ণ পদ বর্মন, বিশ্বজিৎ চৌধুরী, সুপর্ণা দত্ত এবং দিবাকর মণ্ডল ।এছাড়াও কভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ২০ই সেপ্টেম্বর ২০২১ তারিখে “দক্ষিণ দিনাজপুর তায়ক্বোণ্ডো অ্যাসোসিয়েশন”-এর পক্ষ থেকে “অনলাইন কালার বেল্ট প্রমোশন টেস্ট” এর ব্যাবস্থা করা হয় । এই অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে নর্থ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দেরাদুন থেকে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী । অনলাইন পরীক্ষায় জুম অ্যাপের মাধ্যমে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়া হয় ও গুগল ফর্ম এর মাধ্যমে নেওয়া হয় থিওরী টেস্ট। অনলাইনে যারা পরীক্ষা দিয়েছে তাদের সার্টিফিকেট ও বেল্ট পোস্ট এর মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছেন দক্ষিন দিনাজপুর অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্রী দিবাকর মণ্ডল।