January 5, 2025

কালিয়াগঞ্জে আবার বিজেপিতে ব্যাপক ভাঙন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক সৌমেন রায়ের হাত ধরে

1 min read

কালিয়াগঞ্জে আবার বিজেপিতে ব্যাপক ভাঙন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক সৌমেন রায়ের হাত ধরে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬ সেপ্টেম্বর: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিজেপি দলে ব্যাপক ভাঙন দেখা দিল।কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হয়।সদ্য বিজেপি থেকে তৃণমূল দলে যাওয়া বিধায়ক সৌমেন রায় ও উত্তর দিনাজপুর

 

জেলার তৃণমূলের সভাপতি কানাইয়ালাল অগ্রযালের হাত থেকে কালিয়াগঞ্জের বিজেপি দলের বিভিন্ন শাখার নেতা সহ সাধারণ সদস্যরা তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও তৃণমূল বিধায়ক সৌমেন রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে তৃণমূল দলে যোগ দেয়।বিজেপি দলের বিশিষ্ট নেতাদের মধ্যে যারা তৃণমূল দলে যোগ দেয় তাদের মধ্যে অমিত সাহা, দীপঙ্কর বোস, শিবশংকর রায়চৌধুরী,বিশ্বনাথ রায়,

 

শিবম ঝা,বিজেপির মহিলা নেত্রী তাপসী ঝা,ঝুম কর্মকার, ভবানন্দ বর্মন যেমন ছিলেন তেমনি কালিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রচুর পরিমানে বিজেপির সদস্যরা তৃণমূলের যোগদান সভায় যোগ দেয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও বিধায়ক দৌমেন রায় ছাড়াও,তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন,করনদীঘির বিধায়ক গৌতম পাল,তৃণমূলের যুব জেলা সভাপতি কৌশিক গুন,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহতৃণমূল নেতা কমল ঘোষ, কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য

,জেলা পরিষদ সদস দধি মোহন দেবশর্মা,কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায়,ও বসন্ত রায়,ঈশ্বর রজক সহ অনেকে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন তিনি বিধান সভা নির্বাচনের আগে কালিয়াগঞ্জ বাসীদের কথা দিয়েছিলেন কালিয়াগঞ্জের উন্নয়নে তিনি কাজ করে দেখবেন।এবার সেই সুযোগ তার হাতে এসেছে।এবার তার প্রতিশ্রুতি অনুযায়ী কালিয়াগঞ্জের উন্নয়নে সেই কাজগুলি এক এক করে করবার প্রতিশ্রুতি দেন।সৌমেন রায় বলেন কালিয়াগঞ্জের উন্নয়নে তিনি সবার সহযোগিতা আশা করেন।আজকের তৃণমূলের যোগদান সভায় বিজেপি দল থেকে চারশোর অধিক তৃণমূল দলে যোগদান করে।যদিও কালিয়াগঞ্জের বিজেপি শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ এক প্রশ্নের উত্তরে বলেন যারা কোন সময় বিজেপি দলে থেকেও কোন কাজ করতো না তাদের থাকা না থাকা একই ব্যাপার।এতে বিজেপি দলের কোন ক্ষতি হবেনা বলে জানান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *