মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন
1 min readমহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১৪ সেপ্টেম্বর: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়।মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব নিযুক্ত সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন তারা খুব শীঘ্রই মহেন্দ্রগঞ্জ বাজারের মধ্যে অবস্থিত নিজস্ব জমিতে মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবন তৈরী করবার সিধান্ত নিয়েছে।সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি বাজারের
ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা কি ভাবে আরো বাড়ানো যায় সে ব্যাপারে সিধান্ত নেওয়া হবে বলে জানান। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন তারা ৩৩ জনকে নিয়ে একটি নুতন শক্তিশালী কমিটি করা হয়েছে।যেখানে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দিলীপ কুন্ডু,কার্যকরী সভাপতি হয়েছেন গৌতম সাহা,দুইজন সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তারা হলেন শ্যামল রায় এবং পার্থ।প্রতিম মোদক,পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন প্রকাশ কুন্ডু,তিনজন সহ-সম্পাদকের দায়িত্ব
পেয়েছেন তারা হলেনতমাল মোদক, চন্দন মোদক এবং রতন মোদক।।দুজন যুগ্ম হিসাবরক্ষকের দায়িত্ব পান যথাক্রমে স্বপ্নন সাহা এবং রতন কুন্ডু দুজন সহকারী হিসাবরক্ষকের দায়িত্ব পান যথাক্রমে বিনয় গুপ্ত এবং গদাই সাহা।তিনজন অডিটরের দায়িত্ব পান যথাক্রমে মিঠু দাস,বিশ্বনাথ মোদক এবং উজ্জ্বল সাহা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ কুন্ডু,স্বপন সাহা,গৌতম সাহা,বিনয় গুপ্ত সহ কার্যকরী সমিতির সদস্যরা।