সাইকেল চালককে বাঁচাতে গিয়ে নয়নজুলিতে মারুতি।
1 min readসাইকেল চালককে বাঁচাতে গিয়ে নয়নজুলিতে মারুতি।
লোকনাথ সরকার, কুশমন্ডি, ১২ সেপ্টেম্বরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে নয়নজুলির গভীর জলে মারুতি। এদিন ঘটনাটি ঘটে ধোলাহার এলাকায়। সকাল সারে ৯ টা নাগাদ ঘটে এই ঘটনাটি।জানা যায় মারুতি গাড়িটি আজিমগঞ্জ থেকে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আহত হয়েছেন সাইকেল চালক জাকিরুল ইসলাম (২৪)। সাইকেল চালকের বাড়ি কুশমন্ডি ব্লকের নলকুড়া গ্রামে। আহত সাইকেল চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।মারুতিতে থাকা যাত্রীরাও আহত হয়েছেন বলে জানা যায়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য কুশমন্ডি গ্রামীন হাসপাতাল নিয়ে যান।গাড়িটিকে পুলিশ থানায় নিয়ে যান। ঘটনার তদন্তে কুশমন্ডি থানার পুলিশ।