ঘরের ছেলে ঘরে ফিরে আসতেই আনন্দে উৎসবে মেতে উঠেছে ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা
1 min readঘরের ছেলে ঘরে ফিরে আসতেই আনন্দে উৎসবে মেতে উঠেছে ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা
তনময় চক্রবর্তী ঘরের ছেলে ঘরে ফিরে আসতেই আনন্দে উৎসবে মেতে উঠেছে ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সম্প্রতি দলবদল করেছেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়। আজ তিনি এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের রয়েছেন। বিগত দিনে তৃণমূল কংগ্রেস এ যখন ছিলেন সৌমেন বাবু তখন ফালাকাটা তে তার বহু কর্মী সমর্থক ও অনুগামী তৈরি হয়েছিল।এর পর বিজেপিতে আসার পর কিছুদিনের জন্য সেইসব অনুগামীদের সঙ্গে সৌমেন বাবুর সম্পর্ক অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
কিন্তু যখন থেকে আবার পুরনো দল তৃণমূল কংগ্রেস এ ফিরে এলেন তখন থেকেই পুরনো সেই সব অনুগামী দের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রা ও ফালাকাটা তে সৌমেন বাবুকে নতুন করে স্বাগত জানানোর জন্য তোড়জোড় শুরু করে দেয়। কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় হলেও বাড়ি যেহেতু তার ফালাকাটা তে সেহেতু সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সৌমেন বাবুকে শুভেচ্ছা বিনিময় করতে পিছুপা ছিলেন না। আজ দেখা গেল ফালাকাটা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং ফালাকাটা শিক্ষা সেল ও ফালাকাটা টাউন ক্লাবের পক্ষ থেকে থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। এই সম্বর্ধনা অনুষ্ঠানটিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ ছিল চোখে পড়ার মতো।