January 10, 2025

অভিনব রাখি বন্ধন উৎসব ইসলামপুরে। গাছকে পড়ানো হলো রাখি

1 min read

অভিনব রাখি বন্ধন উৎসব ইসলামপুরে। গাছকে পড়ানো হলো রাখি

দেবব্রত চক্রবর্তী ইসলামপুর। আর কিছু দিন পর রাখি বন্ধন উৎসব ।তাই সেই কথা মাথায় রেখে আগামী দশ দিন ব্যাপি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা ও শিলিগুড়ি মহকুমার জুরে বৃক্ষরোপণ করা হয়।সেই সঙ্গে গাছ কে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে বি ডি ওযেলফেযার। ইসলামপুর শহরের শিবডাঙ্গিপারা এই কর্মসূচি শুরু করে বৃক্ষরোপন ও রাখি বন্ধনের মাধ্যমে ।।

সেই সঙ্গে রাস্তার দুইধারে বৃক্ষদের রাখি পোড়ানো হয় ।। রাখি পড়িয়ে গিতিকা,আর্চি,পারমিতা ও তনুজা বলেন আমাদের নিজের ভাই নেই তাই গাছ কে রাখি পড়িয়ে ভাই স্হেনে আবদ্ধ করলাম।। সমাজকর্মী বাপন দাস বলেন আগামী দশ দিন ধরে আমাদের কর্মসূচি চলবে।। এই অতিমারি সময়ে আমরা বুঝতে পেরেছি গাছের গুরুত্ব।। আজ এই কাজে সহযোগিতা করেন অনির্বান,দিপ,নিহার ও সৌমিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *