কংগ্রেসের উদ্দ্যোগে কালিয়াগঞ্জে স্বতন্ত্র সেনানী ও শহীদ সন্মান দিবস পালিত-
1 min readকংগ্রেসের উদ্দ্যোগে কালিয়াগঞ্জে স্বতন্ত্র সেনানী ও শহীদ সন্মান দিবস পালিত-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪ আগস্ট: আগামী কাল রবিবার ভারতবর্ষ স্বাধীন হবার ৭৫ বৎসর উপলক্ষে কংগ্রেসের উদ্দ্যোগে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে দেশের জন্য যারা নিজের জীবনকে উৎস্বর্গ করেছে সেই সব স্বতন্ত্র সেনানী ও শহীদদের স্মরণ উপলক্ষে একটি পথ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানের সূচনায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যোদ্ধাদের প্ৰতি সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের যুব নেতা সৌম্য দত্ত,কালিয়াগঞ্জ ব্লকের মহিলা নেত্রী মঞ্জুরী দত্ত দাম,অপর জেলা মহিলা নেত্রী ধিতশ্রী রায়,প্রদীপ রায়, শহর কংগ্রেস সভাপতি তুলশী জয়শোয়াল,ব্লক কংগ্রেস নেতা সুজিৎ দত্ত।
উপস্থিত ছিলেন পঙ্কজ পাল বুল দত্ত সহ বেশ কিছু কংগ্রেস সমর্থকেরা।
স্বতন্ত্র সেনানী ও শহীদ সন্মান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত।স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করবার জন্য আহ্বান জানান কংগ্রেসের মহিলা নেত্রী ধিতশ্রী রায়
এবং মঞ্জুরী দত্ত দাম।বক্তব্য রাখেন কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি ও কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি তুলসী জয়সোয়াল