তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা হয়ে গেল কালিয়াগঞ্জে
1 min readতৃণমূল ছাত্র পরিষদের বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা হয়ে গেল কালিয়াগঞ্জে
তনময় চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়াগঞ্জ এ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হলো আজ। মূলত আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ ওই দিনটি তে কি কি অনুষ্ঠানের আয়োজন করবে সেটাই ছিল আজকের বিষয়।এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার,তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির অনুপ কর, কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শচীন সিংহ রায়, প্রশাসক মন্ডলীর সদস্য তথা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কমল ঘোষ, রাজিব সাহা, ঈশ্বর রজক, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সুজিত সাহা,
কালিয়াগঞ্জ তৃণমূল যুব সভাপতি রাজা ঘোষ, তৃণমূল ছাত্র সভাপতি ওমর গুপ্তা প্রমূখ। মূলত আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মূলত সেই সভা অনুষ্ঠান কে সামনে রেখেই আজকে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় বলে জানা যায় ।