কালিয়াগঞ্জ ক্ষুদিরাম স্মৃতি সংঘে বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম তিরোধান দিবস পালন:
1 min readকালিয়াগঞ্জ ক্ষুদিরাম স্মৃতি সংঘে বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম তিরোধান দিবস পালন:
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১আগস্ট: বুধবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ায় অবস্থিত ক্ষুদিরাম ক্লাবে ক্লাবের বিশিষ্ট সদস্যরা বীর শহীদ ক্ষুদিরামবসুর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্য দান করেন।
শহীদ ক্ষুদিরামের ১১৪ তম তিরোধান দিবসে ১১৪টিমোমবাতি প্রজ্বলন করেন ক্লাব সদস্যগণ।ক্লাব সম্পাদক অরিন্দম ভৌমিক বলেন আজকের দিনটি কালিয়াগঞ্জ ক্ষুদিরাম ক্লাবের প্রতিটি সদস্যের কাছে দুঃখের ও বেদনাদায়ক বলে জানান।