নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট এ ধাক্কা পেসেঞ্জার ভর্তি টোটো।
1 min readনিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট এ ধাক্কা পেসেঞ্জার ভর্তি টোটো।
লোকনাথ সরকার, কুশমন্ডি ৪ আগষ্ট নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট এ ধাক্কা মারে পেসেঞ্জার ভর্তি টোটো। জানা যায় বুধবার সকাল ৯ টা নাগাদ, দেহাবন্দ এর দিক থেকে কয়েকজন লোক নিয়ে টোটোটি ঊষাহরণে দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি সজোরে ধাক্কা মারে ইটাহার-কালিয়াগঞ্জ পথের এক কালভার্ট এ। সাথে সাথেই টোটোর সামনের অংশ ভেঙ্গে যায়, অল্পের জন্য রক্ষা পান টোটো চালক সহ, টোটো যাত্রীরা।
আরেকটু পাশ দিয়ে গেলেই টোটোটি কালভার্ট এর গভীর খাদে পড়ে যেতেন। তবে গভীর ভাবেই টোটোতে থাকা পেসেঞ্জার আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই এলাকারি এক বাসিন্দা। জানা যায় টোটোতে সামনের সিটে একটি শিশু বসে ছিলেন। সেই শিশুটি গুরুতর আহত হন, এবং ঘটনাস্থলেই প্রচুর রক্ত ঝরে। শিশুটি সহ টোটোতে থাকা আহত পেসেঞ্জারদের তরিঘরি করে, প্রাথমিক চিকিৎসার জন্য কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে জান।
টোটো চালক ও আহতদের নাম ঠিকানা জানা জাইনি। ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানার অন্তর্গত খাগাইল মোড়-এ। হতাহতের কোনো খবর নেই।