January 10, 2025

পতিত জমি আবাদ করলে ফলতো সোনা। এই কথাকে বাস্তব রূপ দিতে এগিয়ে এল গঙ্গারামপুর মহাকুমা উদ্যান পালন বিভাগ

1 min read

পতিত জমি আবাদ করলে ফলতো সোনা। এই কথাকে বাস্তব রূপ দিতে এগিয়ে এল গঙ্গারামপুর মহাকুমা উদ্যান পালন বিভাগ

লোকনাথ সরকার  কুশমন্ডি ৩ অগাষ্ট , পতিত জমি আবাদ করলে ফলতো সোনা। এই কথাকে বাস্তব রূপ দিতে এগিয়ে এল গঙ্গারামপুর মহাকুমা উদ্যান পালন বিভাগ। কৃষিপ্রধান কুশমন্ডি ব্লক বরাবর বিকল্প কৃষি চাষে উৎসাহিত। সেই ধারাবাহিকতায় বিকল্প কৃষি চাষে উৎসাহ দিতে এগিয়ে এলো গঙ্গারামপুর মহাকুমা উদ্যান পালন বিভাগ। রাষ্ট্রীয় কৃষিবিকাশ যোজনায় গঙ্গারামপুর মহাকুমার উদ্যোগে

 

মঙ্গলবার উন্নত প্রজাতির টিস্যুকালচার “কলা চারা” বিতরণ করা হল। বিলি করা হয় কুশমন্ডি ব্লকের উৎসাহিত কৃষকদের মধ্যে। ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন ২০ জন কৃষকের মধ্যে মোট ৩ হাজার তিনশো জি. নাইন প্রজাতির কলা গাছের চারা বিতরণ করা হয়েছে। এই কলা চাষ করে কৃষকেরা লাভবান হবেন বলে আশাবাদী উদ্যানপালন বিভাগ। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার সহ, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *