১১দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ পৌরসভায় শহর কংগ্রেসের ডেপুটেশন
1 min read১১দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ পৌরসভায় শহর কংগ্রেসের ডেপুটেশন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮জুলাই:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের উদ্দ্যোগে কালিয়াগঞ্জ পৌর সভায় ১১ দফা দাবিকে সামনে রেখে একটি ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনের মূল দাবি ছিল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভূমি পুত্র প্ৰিয় রঞ্জন দাসমুন্সী কেন্দ্রীয় সরকার থেকে ১১কোটি টাকা এনে দিয়েছিল কালিয়াগঞ্জ পৌর শহরের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল দেবার জন্য।বিগত ১৫ বছরেও আজ পর্যন্ত বাড়ি বাড়ি পানীয় জলের কোন ব্যবস্থ্যা করা হয়নি কেন?গ্রীন সিটি প্রকল্পে কালিয়াগঞ্জ শহরে পাম গাছ ক্রয় নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করতে হবে।
কালিয়াগঞ্জ শহরে অনেক জায়গা থাকতে কয়েক কোটি টাকা দিয়ে নদী গর্ভে কি করে সুইমিং পুলের জমি কেনা হল তার তদন্ত অবিলম্বে করতে হবে।কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় স্মারকলিপিটি গ্রহণ করেন।শহর কংগ্রেসের পক্ষে ডেপুটেশনের নেতৃত্ব দেন
কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত,যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত,গিরিধারী প্রামানিক, পঙ্কজ পাল বিদায়ী কমিশনার মঞ্জুরী দত্ত দাম,কংগ্রেস মহিলা নেত্রী ধিতশ্রী রায় সহ বেশ কিছু কংগ্রেস কর্মী।