কালিয়াগঞ্জ শহরে ১২ নম্বর ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত সরকার এর নেতৃত্বে শহীদ দিবস পালন জাঁকজমকভাবে
1 min readকালিয়াগঞ্জ শহরে ১২ নম্বর ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত সরকার এর নেতৃত্বে শহীদ দিবস পালন জাঁকজমকভাবে
তনময় চক্রবর্তী সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১ শে জুলাই শহীদ দিবস পালন করা হলো। শহরের ১২ নম্বর ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত সরকার এর নেতৃত্বে একটি জাঁকজমক অনুষ্ঠানে সম্পূর্ণ করোনার বিধিকে মেনে শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন ওয়ার্ড সভাপতি আশীষ সেনগুপ্ত।
এরপর শহীদ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সেখানে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি মালা কর,
তৃণমূল কংগ্রেস কর্মী গৌর নন্দী সহ আরো অনেকে ।অন্যদিকে শহরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি বঙ্কিম সরকার।
এছাড়া এদিন কালিয়াগঞ্জ এর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কালিয়াগঞ্জ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ওমর গুপ্তার নেতৃত্বে এই সামাজিক অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে ছিল উৎসাহ চরমে।