কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের দুইশতাধিক কর্মী তৃণমূল দলে যোগ দিল
1 min readকালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের দুইশতাধিক কর্মী তৃণমূল দলে যোগ দিল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮জুলাই:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রামে তৃণমূলের একটি দলীয় সভার কালিয়গঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের দুইশতাধিক কর্মী তৃণমূলে যোগ দিল।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যর নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই দলীয় সভায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূলেরসভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন
বিজেপি,কংগ্রেস এবং সি পি আই এম দলের কর্মকর্তারা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন পশ্চিমবঙ্গে যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে দুইহাত ভরে আশীর্বাদ দিয়ে তৃতীয় বারের জন্য মানুষ ক্ষমতায় এনে বিজেপি নামক একটি সাম্প্রদায়িক দলকে এই রাজ্য থেকে বিদায় দিয়েছে তার জন্য তিনি রাজ্যের মানুষদের অভিনন্দন জানান।কানাইয়ালাল আগরওয়াল বলেন উত্তর দিনাজপুর জেলার কোথাও বিজেপি বলে কিছু থাকবে না।
প্রতিদিন যে ভাবে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের প্ৰতি আনুগত্য দেখিয়ে শয়ে শয়ে রাজনৈতিক দলের কর্মীরা আসছে তা এক কথায় অভূতপূর্ব।রবিবারের তৃণমূলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তর সিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য,কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ,কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায়,যুব তৃণমূল নেতা রাজা ঘোষ,উত্তম ঘোষ সহ তৃণমূলের সমর্থকগন।