কালিয়াগঞ্জে উদ্বোধন হল “ঈজেল” নামক কালিয়াগঞ্জ আর্টিস্ট ফোরাম
1 min readকালিয়াগঞ্জে উদ্বোধন হল “ঈজেল” নামক কালিয়াগঞ্জ আর্টিস্ট ফোরাম
শুভ আচার্য কালিয়াগঞ্জ,১২ জুলাই:সোম বার কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার রঙ্গমঞ্চে উদ্বোধন হল “ঈজেল” নামক কালিয়াগঞ্জ আর্টিস্ট ফোরাম।বেলা ১২টায় কালিয়াগঞ্জের ডাক -বাঙলা রোডের কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী অশোক ভদ্র,কালিয়াগঞ্জ অনন্য নাট্য সংস্থার সভাপতি রঞ্জন মোদক, বিশিষ্ট তথা প্রবীণ সাংবাদিক তপন চক্রবর্তী,সদ্য গঠিত কালিয়াগঞ্জ আর্টিস্ট ফোরামের সদ্য নির্বাচিত সভাপতি দিলীপ দাস,অনন্য থিয়েটারের কর্নধার বিধুভূষণ সাহা।
কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় তার উদ্বোধনী বক্তব্যে বলেন গ্রাম ও শহরের চিত্র শিল্পীদের একত্রিত করে কালিয়াগঞ্জে ইজেল নামক আর্টিস্ট ফোরাম আজ গঠিত হল এই ফোরাম একদিন মহিরুহে পরিণত হয়ে কালিয়াগঞ্জের সুনাম বৃদ্ধি করে সহায়কের ভূমিকা পালন করবে তিনি নিশ্চিতভাবেই বিশ্বাস করে।কালিয়াগঞ্জের প্রবীণ চিত্র শিল্পী অশোক ভদ্র বলেন গ্রামে গঞ্জে সুযোগের অভাবে ইচ্ছা থাকলেও চিত্র শিল্পী হতে পারেনা।
এবার গ্রামের শিল্পীরা শহরের শিল্পীদের সংস্পর্শে আসার ফলে অনেকেই ভালো চিত্র শিল্পী হবার সুযোগ পাবে বলেই তার বিশ্বাস।কালিয়াগঞ্জ অনন্য নাট সংস্থার কর্নধার বিভু ভূষণ সাহা বলেন অনেক দিন ধরেই তার ঈছা ছিল কালিয়াগঞ্জ শহরে এই ধরনের একটি আর্টিস্ট ফোরাম কি ভাবে গঠন করা যায়।আজকে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল।প্রবীণ সাংবাদিক তপন চক্রবর্তী বলেন আজ ১২ই জুলাই রথযাত্রার দিন কালিয়াগঞ্জ শহরে আর্টিস্ট ফোরাম যেটা গঠন হল তাকে সবার সহযোগিতায় মহিরুহে পরিণত করতে হবে।এর মাধ্যমে কালিয়াগঞ্জ শহরের সুনাম আমাদের রক্ষা করতে হবে।
গ্রামের চিত্র শিল্পীদের তুলে আনতে হবে এবং তাদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ দাস বলেন আমরা গ্রাম ও শহরের এই সমস্ত শিল্পীদের চিত্রকলা নিয়ে মাঝে মধ্যেই চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে উঠতি চিত্র শিল্পীদের তাদের নিজেদের হাতের কাজকে আরো উন্নত করতে উৎসাহ দেবার জন্য আমাদের এই আর্টিস্ট ফোরাম কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন।বক্তব্য রাখেন অনন্য নাট্য সংস্থার সভাপতি রঞ্জন মোদক।আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াগঞ্জের দুইজন প্রয়াত প্রতিষ্ঠিত চিত্র শিল্পী যথাক্রমে রবীন্দ্রনাথ তালুকদার ও সুধাংশু শেখর বিশ্বাসকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।