দুয়ারে প্রসাশন,দুয়ারে সরকার গেলেও সেরগ্রামের গুরুত্বপূর্ন রাস্তাটি আজও বেহাল,ক্ষুব্ধ গ্রামবাসীরা
1 min readদুয়ারে প্রসাশন,দুয়ারে সরকার গেলেও সেরগ্রামের গুরুত্বপূর্ন রাস্তাটি আজও বেহাল,ক্ষুব্ধ গ্রামবাসীরা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫জুলাই:সরকারি প্রসাশন একেবারে গ্রামবাসীদের দুয়ারে গেলেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর সংলগ্ন সের গ্রামের গুরুত্বপূর্ন সড়কটি দেখলে মনে হওয়ায় স্বাভাবিক এটা বুঝি রাস্তা নয় এটা হবে হয়তো কোন বিল।গ্রামের সাধারণ মানুষ বার বার প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।সের গ্রামের বাসিন্দা সরল বর্মন মানিক বর্মন জানালেন বিধান সভা ভোটের আগে
তৃণমূলের নেতা বার বার বলেছিল এই রাস্তার টেন্ডার হয়ে গেছে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করে দেওয়া হবে।কিন্তূ এসব আসলে ভোটের সময়কার মিথ্যা প্রতিশ্রুতি মাত্র।সেরগ্রামের গ্রাম বাসীরা সিধান্ত নিয়েছে যদি আগামী ১৫ দিনের মধ্যে সের গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারের কাজ প্রসাশন থেকে শুরু করা না হয় তাহলে সেরগ্রামের গ্রাম বাসীরা মিলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করতে বাধ্য হবে।
সোমবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এক সাক্ষাৎকারে বলেন সের গ্রামের এই বড় রাস্তাটি আসলে জেলা পরিষদের।এই রাস্তাটির কাজ পঞ্চায়েত সমিতি থেকে করতে পারবেনা।তবে যেহেতু রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে
পড়েছে তাই আমি খুব শীঘ্রই সাময়িক ভাবে গ্রামের মানুষজন যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করে দেব বলে দীপা দেবী প্রতিশ্রুতি দেন।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিরন্ময় সরকার বলেন রাস্তাটি যাতে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় দুই একদিনের মধ্যেই ব্লক প্রসাশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সাময়িকভাবে চলা ফেরা যায় তার উদ্যোগ নেওয়াহচ্ছে।কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচার সাথে যোগাযোগ করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি