পরকীয়া করায়, শাস্তি হিসেবে জুতোর মালা পরিয়ে ঘোরালেন গ্রামে
1 min readপরকীয়া করায়, শাস্তি হিসেবে জুতোর মালা পরিয়ে ঘোরালেন গ্রামে
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। গলায় জুতার মালা পড়ে হাঁটছে এক গৃহবধূ, পেছনে একাধিক পুরুষ হাতে লাঠি। বলা হচ্ছে চল তাড়াতাড়ি চল এমনকি সেই হেঁটে চলার ছবি ভিডিও রেকর্ডিং করা হচ্ছে মোবাইলে, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।এমনই এক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। জানাযায় বছর দুয়েক আগে ওই বিবাহিতা
মহিলা তার স্বামীর ছেলেকে ছেড়ে অন্যত্র চলে যায়, ওই গ্রামের একটি যুবকের সাথে।তারপর দীর্ঘ আড়াই বছর পর ওই গ্রামের সেই ছেলের বাড়িতে ফিরেছে। খবর পেয়ে পুরানো স্বামির বাড়ির লোক গিয়ে ওই মহিলার বাড়িতে চড়া হয়, এমনকি ওই মহিলাকে গলায় জুতার মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরাতে শুরু করে। দ্রুত খবর পৌঁছায় ঘাটাল থানার পুলিশের কাছে।পুলিশ দ্রুত পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে, এমনকি একজন কেউ এই ঘটনায় অভিযুক্ত হিসাবে আটক করে নিয়ে আসে পুলিশ। পুলিশ সুত্রে খবর এই ঘটনায় য়ারা জড়িত তাদের সকলতে গ্রেফতার করা হবে।