বুনিয়াদপুরে সিটুর উদ্দ্যোগে ডিজেল,পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৩,দফা দাবির ভিত্তিতে বিডিওকে স্মারকলিপি প্রদান-
1 min readবুনিয়াদপুরে সিটুর উদ্দ্যোগে ডিজেল,পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৩,দফা দাবির ভিত্তিতে বিডিওকে স্মারকলিপি প্রদান-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩জুন: বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সিটুর উদ্দ্যোগে ১৩ দফা দাবি সহ কৃষি আইন বাতিল করবার দাবিতে বুনিয়াদপুর শহরে সিটুর সদস্যরা একটি মিছিল পরিক্রমা করে।মিছিলের পুরুভাগে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সিপিআইএম এর প্রবীণ নেতা গৌতম গোস্বামী সহ বংশিহারি র সিটুর বিশিষ্ট নেতৃবৃন্দসিটুর দাবিগুলির মধ্যে অন্যতম
দাবি গুলি ছিল রেশনের মাধ্যমে জন প্ৰতি ১০কেজি খাদ্য শস্য দিতে হবে,করোনা ভ্যাকসিন সার্বজনীন বিনা মূল্যে টিকা নিশ্চিত করতে হবে,করোনা মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত বেড ও অক্সিজেন
নিশ্চিত করতে হবে,আয়কর দিতে হয়না এমন পরিবারকে মাসিক৭৫০০ টাকা দিতে হবে।মিছিলের পর সিটুর বংশীহারি থানা কমিটির পক্ষ বংশিহারি ব্লকের বিডিওকে স্মারক লিপিটি দেওয়া হয় বলে জানা যায়।